আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত 'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, 'যতদিন আমাদের মধ্যে সাঈদ, ওয়াসিম, মুগ্ধ ও সাজিদের রক্ত রয়েছে, ততদিন ভারত আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এবং চোখে চোখ রেখে কথা হবে।' তিনি আরও বলেন, 'ফ্যাসিস্টদের ষড়যন্ত্র আর সফল হতে দেয়া যাবে না। আমরা যদি এবার ব্যর্থ হই, বাংলাদেশ কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।
তিনি জানান, 'এ পর্যন্ত আমরা জুলাই থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকা গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু দেশের একতা, সার্বভৌমত্ব ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কোনো আপস চলবে না।' এছাড়া, তিনি আওয়ামী লীগ সরকারকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপস করার জন্য দায়ী করে বলেন, 'আওয়ামী সরকার দিল্লীকে কেবলা বানিয়ে ঢাকায় শাসন করেছে এবং আমাদের শাসন ও শোষণ করেছে। '
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুবর্ণ আসসাইফ।
'
ConversionConversion EmoticonEmoticon