বীর্য ক্ষয় বন্ধ করুন…


বীর্য ক্ষয় বন্ধ করুন…
বীর্য ক্ষয় না করলে বীর্য
দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে
ছিটিয়ে থাকে এবং সমস্ত দেহকে
দাপটের সাথে পরিচালিত করে থাকে।


বীর্য দেহের বলকারক পদার্থ।
ইহাকে তেজস্ক্রিয় পদার্থ বলা
হয়ে থাকে। বীর্য পুরুষের মহা
সম্পদ। বীর্য ক্ষয় করা
বন্ধ করতে হবে।
:
বীর্য ক্ষয় করা বন্ধ
করতে পারলে বীর্য থলিতে
ও বুকে-পিঠে বীর্য জমা হয়ে
আবার পুরুষাঙ্গ শক্ত হয়ে
বার বার উত্তেজিত হয়ে উঠবে।


যারা রেসলিং চর্চা করেন।
যারা জুডু কুংফু চর্চা করে
তাদের শরীরে অনেক শক্তি
জমা থাকে এবং দেহ সুডাম দেখায়।
:
তাই জ্ঞানী ব্যক্তিদের কথাগুলো
মনে রাখবেন-
:
১) যে জন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশু গৃহে তার দেখিবে না আর
নিশীতে প্রদীপ ভাতি।


২) আয় বুঝে ব্যয় করো,
আয়ের অধিক ব্যয় করো না।
:
৩)অপচয় করো না,
অভাবে পড়বে না।
:
৪) দিন থাকিতে হেঁটে যাও,
বেলা থাকিতে রেখে খাও।


৫) হাদীস শরীফে আছে-
বার্ধক্য আসার আগে যৌবনের হেফাজত করো।
:
সকলকে জ্ঞানীদের কথা থেকে
শিক্ষা নেয়া উচিত।
Previous
Next Post »