জন্মদিনে কী করছেন জোভান?

বর্তমান সময়ে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। টেলিভিশন নাটক এবং গানের ভিডিওর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। তরুণ অভিনয়শিল্পী হিসেবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। আজ বুধবার জোভানের জন্মদিন। জন্মদিনকে ঘিরে গতকাল রাত থেকেই সহকর্মী, শুভাকাঙ্খীসহ ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। প্রত্যেকে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

জোভান বলেন, ‘বছরের ৩৬৫ দিনের মধ্যে একটা দিন একটু বেশিই স্পেশাল থাকে। আজকের দিনটা আমার জন্য স্পেশাল। এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলাম। সাধারণ ভাবে কাটাতে চাইলেও কীভাবে যেনো দিনটা স্পেশাল হয়ে যায়।’


আজকের দিনটা কীভাবে কাটবে? এমন প্রশ্নের উত্তরে জোভান বলেন, ‘খুব সাধারণ ভাবেই কাটবে দিনটা। দুপুরে আমার ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিবো। এরপর আমার বন্ধুদের সঙ্গে ঘুরবো। আজ কোনো শুটিং রাখেনি। ভক্ত আর বন্ধুদের নিয়ে কাটবে এবারের জন্মদিনটা। ভক্তরা ভালোবাসেন বলেই আমি আজকের জোভান। আর বন্ধুরা উৎসাহ দেয় বলেই কখনো ভেঙে পড়ি না। তাই তাদের সঙ্গে ভাগ করে নিব আজকের দিনটা।’

জোভান আরও বলেন, ‘গতকাল রাত থেকেই অনেক শুভেচ্ছা পাচ্ছি। সবার এত ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। আমার সহকর্মীরা ছাড়াও শুভাকাঙ্খী ও ভক্ত যারা আছেন সবাই শুভেচ্ছা জানাচ্ছেন, সবার প্রতি অনেক ভালোবাসা।’

জন্মদিনে জোভান সবার কাছে দোয়া চেয়েছেন। আর জানিয়েছে আগামীতে আরও ভালো কিছু উপহার দিবেন দর্শকদের। তার ইচ্ছে পূরণ হোক। জাগো নিউজের পক্ষ থেকেই রইলো জন্মদিনের শুভেচ্ছ।
Previous
Next Post »