‘টেন্ডার কিং’ জি কে শামীম র্যাবের হাতে ধরা পর থেকেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
যার ধাক্কা লেগেছে মিডিয়া পাড়াতেও। একটি জাতীয় দৈনিক উঠে আসে শোবিজের অনেকের সঙ্গে শামীমের ঘনিষ্ঠতার অভিযোগ।
অভিযোগ, টেন্ডার বাগিয়ে নিতে অনেক উঠতি নায়িকা থেকে শুরু করে মডেলদের ব্যবহার করতে টেন্ডার মাফিয়া জি কে শামীম।
খবরে বলা হয়, জিজ্ঞাসাবাদে জি কে শামীম ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ডিবি পুলিশের কাছে এসব তথ্য স্বীকার করেছেন।
শামীমের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে অভিনেত্রী রত্না, উঠতি নায়িকা মিষ্টি জান্নাত, মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান ও চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী শিরিন শীলা। এরমধ্যে অনেক নায়িকাই গা ঢাকা দিলেও চিত্রনায়িকা শিরিন শিলা আছেন আগের মতই।
তার বিরুদ্ধে নিউজ করায় গালি দিয়ে মামলার ভয় দেখাচ্ছেন সাংবাদিকদের। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে এ ব্যাপারে নিউজ হলে শিরিন শিলা তেলে বেগুনে জ্বলে উঠেন।
তিনি শেয়ার করা ওই পোস্টে কমেন্ট করেন, ‘খা*কির পোলা তোর কাছে কোন প্রমাণ আছে তুই আমাকে নিয়ে এসব বানানো নিউজ লিখার সাহস কই পাইসস? তোর কোন বাপের পা ধরছি আমি প্রমাণ দে।
তোদের (সাংবাদিকদের) নামে ৫২০ ধারায় মামলা মামলা করবো আমি। সাংবাদিকগিরি শিখিয়ে দিবো ভালো করে।’

ConversionConversion EmoticonEmoticon