ফেসবুকে লাইভ দেখা যাবে এবার ক্রিকেট!


বিশ্বকাপে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট দিয়ে প্রচুর দর্শক পেয়েছে আইসিসি। তারা জানিয়েছিল, এসব কন্টেন্টে দর্শক ভিউ ছিল প্রায় ৪৬০ কোটি! সেই সুযোগটাই এবার কাজে লাগাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। উপমহাদেশে আইসিসির এক্সক্লুসিভ ডিজিটাল প্ল্যাটফর্মের স্বত্ব কিনে নিয়েছে জায়ান্ট এই প্রতিষ্ঠান।
এই চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। এই সময়ে আইসিসির ৮টি বড় ইভেন্টের নির্দিষ্ট কন্টেন্ট দেখা যাবে ফেসবুকে। ইভেন্টগুলো হলো- ছেলেদের ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২০ ও ২০২২ সালের মে'য়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালের মে'য়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ সালের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চুক্তির আর্থিক বিষয়গুলো অবশ্য জানা যায়নি এখনও।
এই সময়ে ডিজিটাল কন্টেন্টের আওতায় উপহাদেশে ম্যাচের পুনঃপ্রচার, বিশেষ মুহূর্ত, কিছু নির্দিষ্ট কন্টেন্ট ও পোস্ট ম্যাচ পুনঃপ্রচার করবে ফেসবুক। ফেসবুক ডিজিটাল কন্টেন্টের স্বত্ব কিনলেও আইসিসির টিভি স্বত্ব আগেই কিনে রেখেছে স্টার। ২০১৫ সালে আট বছরের এই চুক্তিটি সই করে তারা। তাদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে।
Previous
Next Post »