সামাজিক যোগাযোগমাধ্যমে আজকাল ভাইরাল হওয়া বড় ব্যাপার নয়। প্রায়ই মজার বিভিন্ন বিষয়ে রিল বা ভিডিও পোস্ট করে ভাইরাল হন কন্টেন্ট ক্রিয়েটররা। তবে সম্প্রতি একটি নাচের ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েছেন এক মহিলা এবং তার সঙ্গে থাকা বালক।
ভিডিওটি দেখে প্রশ্নও উঠেছে অনেক। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিওয় যাদের দেখা গেছে, তারা সম্পর্কে মা-ছেলে এবং তারা যেভাবে নাচছেন, তা খুব একটা শালীন নয়।
ভাইরাল ভিডিও তে দেখা যায়, ঘরের ভেতরে নাচছেন ওই মা এবং ছেলে। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে ভোজপুরি গান বাজছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওই ভাইরাল হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিওয় ছেলেটি নিজের মাকে যেভাবে জড়িয়ে ধরছে এবং যেভাবে আচরণ করছে তা পুত্রসুলভ নয়। ছেলের সঙ্গে এ রকম রিল বানানোর কারণে নেটমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছেন নারীও।
‘পটাকাআরোহিঅফিসিয়াল’ নামক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। দেড় কোটিরও বেশিবার দেখা হয়েছে সেই ভিডিও। লাইকও পড়েছে হাজার হাজার। এক নেটাগরিক লিখেছেন, ‘পড়াশোনার সময়ে রিল বানালে এ রকমই হবে। ছেলের আচরণ একেবারেই পুত্রসুলভ নয়।’
ConversionConversion EmoticonEmoticon