আবারো দারুণ আলোচনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই শীতে শরীরে কাদা মেখে রীতি মতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। পৌষের হাঁড় কনকনে শীতে তার কাদা মাখা দেখে অবাক হয়েছেন ভক্তরা।
বাচ্চাকাচ্চাদের সঙ্গে একটু আধটু দুষ্টুমি হতেই পারে। আনন্দ উল্লাস প্রকাশ করতেই পারেন।
তাই বলে এই মধ্য শীতে? প্রশ্নগুলো নেটিজেনদের। অপু বিশ্বাসের নিজের ফেসবুকে এমন কয়েকটি ছবি প্রকাশের পর থেকেই ইন্টারনেট দুনিয়ার মানুষেরা মজা যেমন পেয়েছেন তেমনই কৌতুহলিও হয়েছেন।
অবশ্য কৌতুহল মেটানোর জন্যই এই সংবাদের অবতারণা। আদতে ব্যক্তিগতভাবে এই কাদামাখি নয়। একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল দল। সেখানেই এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। শুটিংয়ের এক ফাঁকে শিশু কিশোরদের সঙ্গে ছবি তোলেন অপু বিশ্বাস।
ছবির নাম প্রেম প্রীতির বন্ধন। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। অপু বিশ্বাস ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেধে কাজ শুরু করছিলেন। এ জুটির বেশ কটি ছবি দর্শকপ্রিয়তা পায়। পরে শাকিবকে বিয়ে ও তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ঘটনায় পর্দায়ও তাদের জুটি ভেঙে যায়।
ConversionConversion EmoticonEmoticon