মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর আংশিক চালু হলেও চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় স্টেশনগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সন্ধ্যায় জানায়, দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সেবা চালু করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

ConversionConversion EmoticonEmoticon